ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭২ বছরের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
Published : Wednesday, 13 April, 2022 at 11:47 AM
৭২ বছরের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডতীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ গোটা উত্তর-পশ্চিমাঞ্চল। ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার (১১ এপ্রিল) ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি।  

এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। শুধু রাজধানী নয়াদিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ থেকে বাঁচতে কোথাও কোথাও অফিসের সময়সীমা পরিবর্তন করে সকাল ও সন্ধ্যা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে এমন পরিস্থিতির মধ্যেই তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।