ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদায়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেল
Published : Wednesday, 13 April, 2022 at 11:55 AM
বিদায়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেলপ্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি চেলসি। কিন্তু ঝলকটা ঠিকই দেখাতে পেরেছিল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসি ৩-২ গোলে জিতলেও কপাল পুড়েছে করিম বেনজিমার অতিরিক্ত সময়ের গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত হয়ে গেছে প্রতিযোগিতার সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের।

অবশ্য রোমাঞ্চকর ম্যাচটায় দ্বিতীয়ার্ধের একটি গোল নিয়ে রয়ে গেছে বিতর্ক। ৬২ মিনিটে মার্কোস আলোনসো রিয়ালের জাল কাঁপালেও সেটি বাতিল হয়ে যায় ভিএরআরের হস্তক্ষেপে। অথচ গোলটি হলে ম্যাচ পরিস্থিতিই বদলে যেত! প্রযুক্তিতে কারণ হিসেবে দেখানো হয় চেলসি তারকার ‘হ্যান্ডবল’ কে। ওই সময় টমাস টুখেলের দল সিদ্ধান্তটি নিয়ে প্রতিবাদ জানালেও রেফারি নিজের চোখে বিষয়টি পরিষ্কার হতে স্ক্রিনে সেটির রিপ্লে দেখেননি। আর এ বিষয়টি খটকা লেগেছে চেলসি কোচের। রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচের পর, ‘আমি গোলটি দেখিনি। কিন্তু রেফারিকে বলার পরেও যখন সে নিজে এসে পরিষ্কার হওয়ারা জন্য গোলটি দেখলো না। তখন ভীষণ ভীষণ হতাশ হয়েছি।’

তাই রেফারিং নিয়ে বিরক্ত টুখেল অফিশিয়ালদের সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, ‘যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন, তখন মনে হয় না সবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসটা থাকে। আমার কাছে প্রথম লেগেও এমন মনে হয়েছে, দ্বিতীয় লেগেও।’   

ম্যাচ নিয়ে টুখেলের প্রতিক্রিয়া, ‘এই ধরনের হার আমরা হজম করতে পারি। আক্ষেপ করার কিছু নেই। তবে আমরা ভাগ্যবান ছিলাম না।’