ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহবাজের শপথ অনুষ্ঠানে যাদের অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে
Published : Wednesday, 13 April, 2022 at 12:36 PM

শাহবাজের শপথ অনুষ্ঠানে যাদের অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছেকয়েক সপ্তাহের রাজনৈতিক অস্হিরতা আর অনিশ্চয়তার পর গত সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং পিপিপি নেতা আসিফ আলি জারদারি। শপথ অনুষ্ঠানে তাদের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রেসিডেন্ট ভবনে ওই শপথ অনুষ্ঠান হলেও সেখানে উপস্হিত ছিলেন না পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ভবন থেকে একটি বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি অসুস্থ বোধ করছেন এবং তার চিকিৎসকেরা কয়েক দিন বিশ্রাম নিতে বলেছেন। ফলে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি শাহবাজকে শপথ পড়ান।

ওই অনুষ্ঠানে আরেক ব্যক্তির অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি হলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। কিছু খবরে বলা হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্হিত হতে পারেননি। সামরিক মুখপাত্র এই তথ্য নিশ্চিতও করেননি বা নাকচও করেননি। তবে অনুষ্ঠানে উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন সেনাপ্রধান।

পিএমএল-এনের সব সদস্য, পিপিপির বিলওয়াল ভুট্টো জারদারিসহ শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আসিফ আলি জারদারি অনুষ্ঠানে ছিলেন না। পাকিস্তানের সংবাদমাধ্যম জং ডট কম জানিয়েছে, সোমবার পিটিআই রাজনৈতিক কমিটি একটি বৈঠক করেছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে তারা সভা-সমাবেশ করার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। ইমরান খান বলেছেন, তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন, তাই সেখানে আর যাবেন না। তিনি বলেছেন, পাকিস্তানে তিনি কোনো পুতুল সরকার মেনে নেবেন না