ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক অলরাউন্ডারকে পূর্ণকালীন কোচ করলো অস্ট্রেলিয়া
Published : Wednesday, 13 April, 2022 at 1:12 PM
সাবেক অলরাউন্ডারকে পূর্ণকালীন কোচ করলো অস্ট্রেলিয়ানেক আলোচনার জন্ম দিয়ে পদত্যাগ করতে হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে। তার বদলে এতদিন সহকারী কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অজিদের হেড কোচের পদটা সামলেছেন। নতুন করে অজিদের পূর্ণকালীন কোচ হিসেবে এই ম্যাকডোনাল্ডকেই নিয়োগের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ম্যাকডোনাল্ড এখন অজিদের তিন ফরম্যাটে হেড কোচের দায়িত্ব পালন করবেন আগামী চারটি বছর। পাশাপাশি নির্বাচকেরও দায়িত্ব পালন করবেন।

ম্যাকডোনাল্ড সহকারী ও বোলিং মেন্টরের ভূমিকায় দায়িত্ব পান ২০১৯ সালে। ল্যাঙ্গার পদত্যাগ করায় পাকিস্তান সফরে তাকে দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করানো হয়েছে। সফরে টেস্ট সিরিজ ১-০ তে জিতলেও ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছে অস্ট্রেলিয়া। তবে একমাত্র টি-টোয়েন্টিটি জিততে পেরেছিল। অবশ্য এই সফরে ম্যাকডোনাল্ডকে যে প্যাট কামিন্সরা হেড কোচ হিসেবে মেনে নিয়েছিল, সেটি প্রকাশ পায় অজিদের ক্রিকেটারদের উচ্ছ্বসিত প্রশংসাতে।

এর আগেও ‘ভারপ্রাপ্ত’ হিসেবে ৪০ বছর বয়সীর কোচ হিসেবে দায়িত্ব সামলানোর ইতিহাস আছে। ল্যাঙ্গার যে ৪টি বছর দায়িত্ব পালন করেছেন। তখন তার ছুটিকালীন সময়ে বিভিন্ন সফরে ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় দেখা গেছে ম্যাকডোনাল্ডকে। 

তাই পূর্ণকালীন দায়িত্ব পেয়ে রোমাঞ্চ বোধ করছেন ম্যাকডোনাল্ড, ‘এখন পর্যন্ত পথ চলাটা আনন্দদায়ক। অবিশ্বাস্য একটি সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে কাজ করছে রোমাঞ্চও।’

কোচিংয়ের পাশাপাশি নির্বাচকেরও দায়িত্ব পাওয়ায় তিন সদস্যের প্যানেলে ম্যাকডোনাল্ডের সঙ্গে থাকবেন জর্জ বেইলি (প্যানেল চেয়ারম্যান) ও টনি ডডেমেইড।