গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন, যা কিনা করোনা মহামারি শুরুর সময়ের কথা মনে করিয়ে দেয়। ২০২০ সালের ৫ এপ্রিলে ১৮ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপরে একদিনে শনাক্ত আর ২০ এর নিচে নামে নি।
সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠদিনের মতো করোনায় মৃত্যুহীন দেশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৩ জন। বাকি দুইজন শনাক্ত হয়েছেন গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলায়।
বাকি চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে শনাক্ত হয়েছেন একজন, রংপুর বিভাগের রংপুর জেলায় দুজন আর খুলনা বিভাগের মেহেরপুরে শনাক্ত হয়েছেন একজন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।