ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের নীড়ে ঠাঁই পেল গৃহহীন ৩০ পরিবার
ইসমাইল নয়ন
Published : Tuesday, 26 April, 2022 at 7:02 PM
ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের নীড়ে ঠাঁই পেল গৃহহীন ৩০ পরিবারজাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত "আশ্রয়ণ প্রকল্প" এর অধীনে বাস্তবায়িত ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের নীড় হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ন প্রকল্পের অধীনে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় এই উপজেলার ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে দুই শতাংশ জমি ও সেই জমিতে একটি পাকা ঘর উপহার প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এসব পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করেন। 

উপহারের ঘরের মধ্যে উপজেলার চান্দলা ইউনিয়নে ২৩টি, মাধবপুর ইউনিয়নে ৫টি ও সাহেবাবাদ ইউনিয়নে ২টিসহ মোট ৩০টি ঘর জমি ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়। তার পূর্বে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাংসদ এডভোকেট আবুল হাশেম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রিফাত আসমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।