ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জমির জন্য বড় ভাইকে খুন
Published : Tuesday, 26 April, 2022 at 7:13 PM
জমির জন্য বড় ভাইকে খুনঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফজলুর রহমান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বারবাজারে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান উপজেলার পিরোজপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফজলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান মোবাইলের দোকানে যায় ছোট ভাই হাফিজুর রহমান। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ও এর একপর্যায়ে বড় ভাই ফজলুর রহমানকে মারধর করে হাফিজুর।

এরপর ফজলুর রহমান ও তার ছেলে হাফিজুর রহমানের হোমিও হলে গেলে টেবিলে ড্রয়ার থেকে ছুরি বের করে বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাইপো তানভীর মাহমুদ রনি জানান, চাচারা ৫ ভাইয়ের মধ্যে তিন ভাই আগেই মারা গেছে। কয়েকদিন ধরে দুই চাচার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ছোট চাচা হাফিজুর রহমানের ছুরিকাঘাতে সেজে চাচা ফজলুর রহমান মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।