ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ঈদের নামাজের আগে ব্যবসায়ীকে গুলি
Published : Wednesday, 4 May, 2022 at 8:57 PM
কুমিল্লায় ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোস্তাক ভূঁইয়া গোলাবাড়ি এলাকার শামসুল মিয়ার ছেলে। তিনি এলাকায় মুদি মালের ব্যবসা করেন।


গুলিবিদ্ধ মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গত ২৫ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগের দিন অভিযান চালিয়ে স্থানীয় ফরিদ মিয়ার ছেলে রুবেলের ঘর থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। এ ঘটনার পর থেকে তারা আমার ভাই মোস্তাককে সন্দেহ করতেন। পরে আমার ওপরও হামলা হয়। এ ঘটনায় রুবেলসহ সাতজনকে আসামি করে মামলা করেন আমার ভাই মোস্তাক। এর জের ধরে ঈদের নামাজের আগ মুহূর্তে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন রুবেল। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ‘শুনেছি ঈদের নামাজের ৫ মিনিট আগে মোস্তাককে গুলি করেছে রুবেল। পুলিশ ঘটনা তদন্ত করছে।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পলাশ বিশ্বাস বলেন, অস্ত্রোপচার করে মোস্তাকের পা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।