ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যখন দাওয়াত দেবো তখনই বিয়ে নিয়ে মন্তব্য করবো: শবনম ফারিয়া
Published : Friday, 6 May, 2022 at 7:23 PM
যখন দাওয়াত দেবো তখনই বিয়ে নিয়ে মন্তব্য করবো: শবনম ফারিয়া বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বরের নাম জাহিন। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে এখন দেশেই থাকছেন।

শবনম ফারিয়ার বিয়ের এমন তথ্যই ছড়িয়েছে আজ গণমাধ্যমে। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ফুপু জেসমিন সুলতানা।

শবনম ফারিয়ার ফুপু জানান, দুই মাস আগে বিয়ে হয়েছে তার। পারিবারিকভাবে, ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

জেসমিন সুলতানার বাসায় ছিল পারিবারিক আয়োজন। শিগগিরই হবে বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তিনি বলেন, 'আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি যখন আপনাদেদ দাওয়াত দিতে পারবো তখনই এ বিয়ে নিয়ে কথা বলবো।'

বিয়ে নিয়ে কোনো কথা না বললেও শবনম ফারিয়া তার ইনস্টা স্টোরিতে বৃহস্পতিবারের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে৷

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।