ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Published : Friday, 6 May, 2022 at 7:27 PM
তিতাস নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকার তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাজপুর প্রথম গেইট এলাকার তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা ওই যুবকের লাশ পানিতে ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে তিতাস নদী থেকে ওই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।