ভ্লাদিমির পুতিনের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত আলিনা কাবায়েভা নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন। সদ্য প্রস্তাবিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজে তার নামও আছে।
সাবেক এই জিমন্যাস্ট বর্তমানে রুশ রাজনীতিতে জড়িত। সাথে তিনি মিডিয়া ম্যানেজার হিসেবেও কাজ করেন।
এখনও এই প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়ায় সই করেনি ইইউ। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ইইউর দুইটি সূত্র বিবিসিকে জানিয়েছে, কাবায়েভাও ইউরোপিয়ান কমিশনের নিষেধাজ্ঞা তালিকায় আছেন। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় তাকেও ইইউ’র নিষেধাজ্ঞা তালিকায় রাখা হয়েছে। তার নিয়ন্ত্রণে আছে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।
পুতিনের সাথে আলিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক ছিল এমনটা বাজারে প্রচলিত আছে। তবে বিষয়টি কোনদিও স্বীকার করেননি পুতিন। তবে গুঞ্জন আছে, তিনি পুতিনের সন্তানও গর্ভে ধারণ করেছেন।
সূত্র: বিবিসি, সিএনএন