কদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। ক্রিস সিলভারউডের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ।
এই সিরিজে কীভাবে ভালো করতে হবে, লঙ্কানদের মূল সমস্যাটা কোন জায়গায়, ইতিমধ্যে তার একটা খসড়া তৈরি করে ফেলেছেন লঙ্কান কোচ। নিজের প্রথম সংবাদ সম্মেলনে সিলভারউড জানান, শ্রীলঙ্কার পারফরম্যান্সে বিচক্ষণতার ছাপ দেখতে চান তিনি।
ইংল্যান্ডের সাবেক হেড কোচের মনে হচ্ছে, শ্রীলঙ্কা দলের প্রধান সমস্যা ব্যাটিংয়ের অধারাবাহিকতা। তিনি বলেন, ‘রান করতে হবে, ব্যাটিং লাইনআপের কাছে আমরা এটাই চাই। আমি চাই ছেলেদের মধ্যে কিছু আত্মবিশ্বাস ঢুকিয়ে দিতে, যাতে তারা মাঠে গিয়ে ইনিংস বড় করতে পারে। বিশেষ করে প্রথম ইনিংসটা এমন হতে হবে যাতে আমরা বল করার জন্য কিছু পাই। এটা রকেট সায়েন্স নয়।’
সিলভারউড মনে করেন, তার দলের ব্যাটারদের সাহসী হতে হবে। বেপরোয়া নয়, খেলতে হবে স্মার্ট ক্রিকেট। তাহলেই রানের গতি বাড়ানো সম্ভব।
লঙ্কান কোচের ভাষায়, ‘এমন নয় যে তাদের বেপরোয়া হতে হবে, তবে আমাদের স্মার্ট হতে হবে। ইতিবাচক থাকতে হবে, আমি চাই তারা সাহসী ক্রিকেট খেলুক। আমরা যদি এভাবে খেলতে পারি, তবে ডট বলের সংখ্যা কমে যাবে, স্ট্রাইকরেটও বাড়বে। দলের উপকার হবে।’
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা দল। ১৫ মে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে ঢাকায়।