রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংশ্লিষ্ট ইয়াট জব্দের নির্দেশ দিয়েছে ইতালি। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত বছরের সেপ্টেম্বর থেকে ইতালির তুসকানি বন্দরেই ছিল ঞযব ঝপযবযবৎধুধফব নামের ইয়াটটি। মেরামতের জন্য ইয়াটটিকে সেখানে নেওয়া হয়েছিল। ইয়াটে দুই হেলিকপ্টার ল্যান্ডিং পোট, সুইমিং পুল আছে।
ইতালির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইয়াটের মালিকের সঙ্গে রুশ সরকারের গুরুত্বপূর্ণ অংশের সম্পর্ক আছে।
ইয়াটের মালিকের পরিচয় জানানো হয়নি। তবে মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এটি পুতিনের হতে পারে। রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিও এমন দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তবে এমন দাবির সঙ্গে নিশ্চিত হতে পারেনি বিবিসি। রুশ ধনকুবেররা তাদের মালিকানার বিষয়টি গোপন রাখেন অফশোর কোম্পানির মাধ্যমে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সৈন্যরা প্রতিবেশী দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। পশ্চিমারা এ অভিযানকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। রাশিয়াকে ঠেকাতে নানা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারই অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌযান জব্দ করা হচ্ছে।