ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পশ্চিম তীরে ৪ হাজার বসতির পরিকল্পনা ইসরায়েলের
Published : Saturday, 7 May, 2022 at 2:53 PM
পশ্চিম তীরে ৪ হাজার বসতির পরিকল্পনা ইসরায়েলেরঅধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৪ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ শুক্রবার টুইটবার্তায় বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন খুব প্রয়োজনীয় ও সুস্পষ্ট বিষয়। আগামী সপ্তাহে অনুমোদন দেওয়া হতে পারে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এর প্রতিবেদনে জানা গেছে, বেসামরিক প্রশাসন ও সামরিক সংস্থা ১ হাজার ৪৫২ বসতি স্থাপনের বিষয়ে বৈঠক করবে। বাকি ২ হাজার ৫৩৬টি বসতি নির্মাণের অনুমতি দেবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ।

অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার সবচেয়ে বড় অগ্রগতি। হোয়াইট হাউজ ইসরায়েলের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে। কারণ এতে ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও বাধাগ্রস্ত করে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস শুক্রবার বলেন, এ নিয়ে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বারবার স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র নতুন করে বসতি সম্প্রসারণের পক্ষে নেয়।

আগামী জুনে ইসরায়েল সফরের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এর মধ্যে পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার কথা জানানো ইসরায়েল।

সূত্র: আল জাজিরা।