কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে গত ১৮ মে বুধবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের পরিচালনায় মাদক নিয়ন্ত্রণে চলমান মাদকবিরোধী অভিযানে গত ১৮ মে বুধবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া মোঃ মিঠুকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক মিঠুর বিরুদ্ধে ব্রাহ্মনপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এস আই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।