ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রূপায়নের প্লান পাসে সাক্কু ৮০ লাখ নিয়েছে, এখন পরিবর্তনের সময়-এমপি বাহার
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা শহরের কান্দিরপাড়ে রূপায়ন টাওায়ারের প্লান পাসে ৮০ লাখ টাকা নিয়েছে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। প্লান পাসের বিষয়ে সাবেক মেয়রকে ৫টি চিঠি দেওয়া হয়েছিল। রূপায়ন গ্রুপ আমার কাছে বলেছে- সাবেক মেয়র প্লান পাস করছে না। তাকে আমি জিজ্ঞাসা করেছি, প্লান পাস করো না কেন?  প্লান পাস করার পরে আমাকে জানিয়েছে তাকে ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। এরকম অনেক উঁচু ভবনের অনুমোদন দিয়েছে সাক্কু। নিয়ম অনুযায়ি যদি প্লান দেওয়া হতো তাহলে অনেক বিল্ডিংয়ের অনুমোদন পেতো না। এটাই পরিবর্তনের সময়, কুমিল্লাকে রক্ষার। ইটস্ টাইম টু চ্যাঞ্জ, সেইভ কুুমিল্লা।
এমপি বাহার সোমবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে প্লান পাস করা হয়েছে। আইনে আছে কত ফুট রাস্তা থাকলে কত তালা বিল্ডিং হবে। কিন্তু অনেক বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেই সে আইন মানা হয়নি।