ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
এমপি বাহারের বিরুদ্ধে ইসিতে অভিযোগ সাক্কুর
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM, Update: 07.06.2022 1:02:10 AM
এমপি বাহারের বিরুদ্ধে ইসিতে অভিযোগ সাক্কুরনিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
সোমবার বিকাল চারটার দিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এই অভিযোগ দাখিল করেন। আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, কুমিল্লা জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
আবেদনে এমপি বাহার ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় (আদর্শ সদর) অবস্থান ও নির্বাচনী সভা, প্রচার-প্রচারণা পরিচালনা এবং মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন’ বলে উল্লেখ করা হয়েছে।  
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী অভিযোগপত্রটি গ্রহণ করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা অভিযোগে সাক্কু উল্লেখ করেন, ‘আগামী ১৫ জুন নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের অর্থাৎ বহিরাগতদের আনাগোনা ও চলাচল দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকগণের সাথে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগত নেতা-কর্মীদের ডেকে বিশেষ করে পার্শ্ববর্তী সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সভা ও আলাপ আলোচনা করে বিভিন্ন ভোট কেন্দ্র নিয়ে নির্দেশনা দিচ্ছেন। যার ফলে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউনসহ নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন হচ্ছে। তেমনি সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ঠিক তেমনি আতঙ্কও সৃষ্টি করা হচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক যে অভিযোগটি দিয়েছেন তা তদন্ত করে করে দেখা হচ্ছে।