চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের ‘ফায়ারম্যান লিডার’ চাঁদপুরের কচুয়া উপজেলার ইমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকালে নিহতের নিজ গ্রাম সিংড্ডা মজুমদার বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ইমরান মজুমদার বাড়ীর মকবুল হোসেন মজুমদারের ছেলে।
জানাজার আগে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশ নেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার উদ্ধার কাজে গিয়ে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন। সোমবার (৬ জুন) ডিএনএ পরীক্ষা শেষে রাতেই ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীমউদ্দীনের তত্ত্বাবধানে মরদেহ কচুয়ার বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে পারিবারিক কবরস্থানে ইমরান মজুমদারকে দাফন শেষে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা পাওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।