তুর্কমেনিস্তানের
অধিনায়ক আরসাল আমানভ বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন- এমন একটা
শঙ্কা ছিল ম্যাচের আগে। বিরতির পর ৩২ বছর বয়সী ফুটবলার মাঠে নেমে সেই
শঙ্কাকে সত্য করে হৃদয় ভেঙেছেন জামাল ভূঁইয়াদের। আমানভের গোলে এশিয়ান কাপ
বাছাই পর্বে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। আজ (শনিবার) লাল-সবুজ
জার্সিধারীদের হারতে হয়েছে ২-১ গোলে।
বাহরাইনের বিপক্ষে সেট পিস থেকে
গোল হজম করেছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষেও শুরুর দিকে একই ভুল
হলো। কিন্তু পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মোহাম্মদ
ইব্রাহিমের গোলে সমতায় ফেরে। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে
চাপে রাখে লাল-সবুজ দল। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণদুর্গ আবারও ভেঙে পড়লো।
শেষের দিকে এসে গোল হজম করে হারতে হলো।
হারলেও লড়াই করেছে বাংলাদেশ। বল
দখলে আগের চেয়ে উন্নতি করেছে। আক্রমণও কম করেনি। তবে দ্রুত আক্রমণে উঠে
একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের
বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ৪-১-৪-১ ছকে খেলা শুরু করে বাংলাদেশ। আগের
একাদশ নিয়ে নেমেছে মাঠে। শুরুতে রক্ষণ জমাট রাখার চেষ্টা করলেও গোল হজম করে
বসে হাভিয়ের কাবরেরার দল। তবে দ্রুত আক্রমণে উঠেছে বিপলু-বিশ্বনাথরা।
র্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে বেশ চাপে রাখে তারা।