২১নং ওয়ার্ড প্রচারকর্মীর উপর হামলার অভিযোগ প্রত্যাহার
Published : Sunday, 12 June, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে ২১নং ওয়ার্ডে শাকতলা পশ্চিমপাড়ায় নির্বাচনী প্রচারণাকালে হামলা ও মারধরের ঘটনায় করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। গতকাল ১১ জুন এ অভিযোগটি প্রত্যাহার করেন অভিযোগকারী রং মিস্ত্রি মো: ইউসুফ। তিনি গত ১০ জুন তিনজনকে আসামী করে সদর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার একদিন পর অভিযোগটি প্রত্যাহার করা হল।
এ বিষয়ে অভিযোগকারী ইউসুফ এই প্রতিবেদককে বলেন, আমি অভিযোগ করার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসলে এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি বুঝিয়ে বল্লে আমি আমার ভুল বুঝতে পারি। তাই আমি আমার ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করেছি।
উল্লেখ্য, গত ১০ জুন সদর দক্ষিন থানায় ভোগÍভোগী রং মিস্ত্রী ইউসুফ নির্বাচন প্রচারণার বিষয়কে কেন্দ্র করে বিরোধ ও মনমালিন্যের ঘটনায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে নগরীর শাকতলা পশ্চিমপাড়ার মৃত মতিন মিয়ার পুত্র রাসেল ও দক্ষিণ আশ্রাফপুর এলাকার আদম আলীর পুত্র মোশারফ হোসেন মনু , মোজাম্মেল হককে আসামী করা হয়। অভিযোগের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে উভয় পক্ষ তাদের ভুল বুঝতে পারে। এলাকাবাসী ও স্থানীয় গন্যমান্যদের পরামর্শে বাদী সদর দক্ষিন মডেল থানায় অভিযোগ প্রত্যাহারের আবেদন করলে সদর দক্ষিন থানার অফিসার ইনচার্জ অভিযোগ প্রত্যাহারের আবেদন গ্রহন করেন।