অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে স্লো-ওভার রেটের অভিযোগে জরিমানার কবলে পড়লো শ্রীলংকা। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে লঙ্কানদের। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বোলিং কম করায় স্বাগতিক দলকে এ জরিমানা করা হয়েছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ঘোষিত শাস্তি শ্রীলংকার অধিনায়ক শানাকা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আর্টিকেল ২.২২ অনুসারে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এরই মধ্যে সমতা এনেছে শ্রীলংকা।