ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাঝ আকাশে বিমানের ছাদ চুইয়ে পানি, হুলস্থুল কাণ্ড
Published : Saturday, 18 June, 2022 at 7:20 PM, Update: 18.06.2022 7:21:10 PM
মাঝ আকাশে বিমানের ছাদ চুইয়ে পানি, হুলস্থুল কাণ্ডলন্ডন থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান ‘বিএ২৯২’। হঠাৎই বিমানের ছাদ চুইয়ে জল পড়তে শুরু করে যাত্রীদের মাথায়। শোরগোল পড়ে যায়। আতঙ্কিতও হয়ে পড়েন অনেকে। কারণ বিমানের ছাদ থেকে জল পড়ার ঘটনা একেবারেই স্বাভাবিক নয়।
মাঝআকাশে এমন অস্বাভাবিক ঘটনায় হকচকিয়ে গিয়েছেন যাত্রীরা। বড় কোনো দুর্ঘটনার কবলে পড়ছেন কি না, তা নিয়েও একটা হুলস্থুল শুরু হয়ে যায় উড়ন্ত বিমানেই।


বিমানের কর্মীরা অবশ্য যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু তারাও প্রথম দিকে এই জলপতনের কারণ ধরতে পারেননি। কেবিনের সিসিটিভি ফুটেজ দেখার পর অবশেষে বোঝা যায় ব্যাপারটা। আসলে বিমানের ওভারহেড বগিতে একটি জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। অপরিষ্কার কোনো জল নয়। ব্যবহার করার জন্যেই। একেবারে বিশুদ্ধ পানীয় জল। জল সংরক্ষণ ইউনিটের ভাল্‌ভটির সাময়িক গোলযোগের কারণে হঠাৎ করেই জল পড়তে শুরু করে। কারণটি জানার পর বিমানকর্মীরা তড়িঘড়ি সেটি ঠিক করে দিলে বন্ধ হয় জল পড়া।