ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুলশানে এসি বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
Published : Sunday, 19 June, 2022 at 2:27 PM, Update: 19.06.2022 2:29:35 PM
রাজধানীর গুলশান-১ এর নিকেতনের একটি বাসায় এসি বিস্ফোরণে মো. মাসরুর আহমেদ (২৩) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসরুরের খালু আতিকুর রহমান বলেন, মাসরুর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিল। আজ সকাল সাড়ে ৬টার দিকে নিকেতনের বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয় সে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন মারা যায় মাসরুর।

তিনি আরও বলেন, মাসরুরের গ্রামের বাড়ি বগুড়ায়। তার বাবার নাম আব্দুল্লাহ আল নাকি। নিকেতনের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাসায় বোনের বাড়িতে থাকতো সে। এখানে থেকেই পড়াশোনা করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।