ঢাকার ধামরাইয়ের বরাতনগর এলাকার একটি ঝোঁপ থেকে সদ্য ভূমিষ্ট এক কন্যা নবজাতক উদ্ধার হয়েছে। উদ্ধারের পর নবজাতকটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা। এর আগে ভোর ৫টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরের আলো ফুটতেই বরাতনগরের একটি ঝোঁপ থেকে এক নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকে উদ্ধার করে চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, নবজাতকটিকে কে বা কারা এখানে ফেলে গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, নবকাতকটি এখন সুস্থ আছে। প্রাথমিকভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।