নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস, সততা ও দূরদর্শিতার নিদর্শন। পদ্মাসেতুর সুফল যেসব জেলা সরাসরি পাবে নড়াইল সেগুলোর অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়াইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত নড়াইল এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের অনেক পরিকল্পনা দীর্ঘদিন থমকে ছিল। এখন আমরা আবার বিভিন্ন কাজ শুরু করতে পারছি। সবার দোয়া-সহযোগিতা থাকলে ভালো কিছু হবে।
এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিকু, নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত আলী, প্রকৌশলী শৈলেন্দ্রনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর নড়াইল সদর উপজেলার সিতারামপুর-মুলিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া দিনভর সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ, হবখালী, চন্ডিবরপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মঙ্গলবার লোহাগড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন মাশরাফী বিন মোর্ত্তজা।