ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেস্ট দলের সঙ্গে যুক্ত হলেন শরিফুল
Published : Tuesday, 21 June, 2022 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই টেস্টের স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন। টেস্ট দলের সঙ্গে যোগ দিতে আজ সোমবার রাতে দেশ ছাড়বেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুলের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় বাঁহাতি এই পেসারের। তার পর থেকে ২১ বছর বয়সী চারটি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৬টি উইকেটও। এই অবস্থায় সেন্ট লুসিয়াতে মাঠে নামার প্রবল সম্ভাবনা আছে তার। সেক্ষেত্রে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হতে পারে। কেননা সীমিত ওভারের ক্রিকেটে কাটার মাস্টার বাংলাদেশের জন্য দারুণ কার্যকরী বোলার। ওয়ার্কলোডের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
শরিফুল ছাড়াও শেষ মুহূর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে টেস্ট দলে তাকে ডাকা হয়েছে। রবিবার ডানহাতি এই ব্যাটার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন শান্ত-মুমিনুলদের ব্যর্থতায় ৮ বছর পর টেস্ট খেলার সুযোগ পেলেও পেতে পারেন।