ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে আলোচনা সভা
Published : Tuesday, 21 June, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস কুমিল্লা গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে ২০ জুন সোমবার বুড়িচং উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিস কুমিল্লার সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ নুরুল হক, সহকারী কমিশনার (ভূমি)মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার সেকেন্ড অফিসার বলাই চন্দ্র, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরা, পল্লী বিদ্যুৎ ২ এর এজিএম মীর আবু জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল  সারোয়া, সমাজ সেবা কর্মকর্তা আঃ আওয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভিন, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক সাবিনা ইয়াসমিন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীষ্ণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, স্বপন কুমার শাহা,মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক জামসেদ আলম, আবদুর রশিদ, আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, চেয়ারম্যান হাজী আবু তাহের, হাজী বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, লালন হায়দার, মোঃ সাহেব আলী প্রমুখ।