ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জম জম হজ্ব গ্রুপের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিত
Published : Tuesday, 21 June, 2022 at 12:00 AM, Update: 21.06.2022 1:44:54 AM
কুমিল্লায় জম জম হজ্ব গ্রুপের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিতআবুল কালাম আজাদ ঃ
কুমিল্লায় জম জম হজ্ব গ্রুপের উদ্যোগে ২০২২ইং সালের হজ্ব যাত্রীদের জন্য বিশেষ হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর হোটেল কাশ্মীরিতে এ প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান। জম জম হজ্ব গ্রুপের কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ডাঃ এম মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাকিম, আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, পুলিশ লাইন জামে-মসজিদের খতীব মাওলানা সৈয়দ শরফুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, এড. এরশাদুর রহমান, আবদুল হাই শরীফ, ধর্মপুর জামে-মসজিদের খতীব মুফতি মাজহারুল ইসলাম, ফিউচার বিডি ট্রাভেলস এন্ড ট্যুরিজম’র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মিনহাজ মাসুদ ভূঁইয়া। ফিউচার বিডি ট্রাভেলস এন্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক এড. আশেক এলাহীর সঞ্চালনায় দোয়া-মুনাযাত পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে-মসজিদের খতীব মাওলানা আমীন উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ২০২২ইং সালে জম জম হজ্ব গ্রুপের মাধ্যমে ১৪৭জন হজ্ব যাত্রী পবিত্র হজ্ব পালনে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির হজ্ব কার্যক্রম শুরু করার পর থেকে আমরা ব্যবসায়িক চিন্তাকে প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রতিষ্ঠানটির সফলতা অব্যাহত রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। এতে ২০২২ইং সনের হজ্ব যাত্রীরা যাতে হজ্ব’র সকল কার্যক্রম সুসম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং হজ্ব শেষে যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন তারজন্য বিশেষ দোয়া-মুনাযাত করা হয়।