হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
Published : Thursday, 23 June, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে প্রধাণ অতিথি ছিলেন সেলিমা আহমাদ এমপি ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান রেহানা বেগম। পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুুরুহিত, শিক্ষক, শিক্ষার্থীসহ একশ জন উপস্থিতি অংশগ্রহণ করেন।