ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য পাঠানোর নির্দেশ
Published : Thursday, 23 June, 2022 at 12:00 AM
বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (২২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালককে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় জেলা/উপজেলায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকবলিত এবং কত শিক্ষার্থী বন্যাকবলিত রয়েছে তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে।
মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ই-মেইল (ফরৎবপঃড়ৎ.সব@িমসধরষ.পড়স) এ সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সব তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য মাধ্যমিকের আঞ্চলিক উপ-পরিচালকের  ই-মেইল থেকে পাঠাতে হবে।
উল্লেখ্য যে, বিচ্ছিন্নভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান/ উপজেলা বা জেলা হতে তথ্য পাঠানো গ্রহণযোগ্য হবে না।