ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে বন্যার্তদের পাশে আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ
শাহীন আলম
Published : Thursday, 23 June, 2022 at 7:09 PM
দেবিদ্বারে বন্যার্তদের পাশে আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদকুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রুঘুরামপুর ও গঙ্গামণ্ডল এলাকার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই দুই গ্রামের পানিবন্দি প্রায় ৫০০ পরিবারের মাঝে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন তিনি। এর আগে স্থানীয় পানিবন্দি মানুষের দুঃখের কথা শোনেন  আবুল কালাম আজাদ।
দুঃখ-দুদুর্শার কথা বলতে গিয়ে রঘুরামপুর গ্রামের স্থানীয় শিক্ষার্থী মোবাশ্বেরা খানম বলেন, নদী ভাঙনসহ রাস্তা-ঘাটের অভাবে এখানকার মানুষ অত্যান্ত কষ্টে জীবন যাপন করছে। ব্রীজ নদীর টেক কেটে নদীর গতিপথ অন্যদিকে নিয়ে যাওয়ার দাবি বহুদিনের । কিন্তু আজও কেউ আমাদের পাশে দাড়ায়নি। আমরা ভোটের সময় প্রার্থীদের ভোট দিতে কাজে লাগি ভোট চলে গেলে আমাদের আর কেউ খবর রাখেন না। এখানকার বাসিন্দারের একটাই দাবি গোমতী নদীর গতিপথ অন্য দিকে সরিয়ে এলাকার মানুষের যাতায়তের জন্য একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, একটি রাস্তার দাবি এলাকার  বাসিন্দাদের। এটি আমার সাধ্যের মধ্যে আছে আমি শিগ্রই এটি উপজেলা পরিষদ থেকে বাজেট করে রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করে দেব। আর একটি দাবি হলো, গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়া। এটি নিয়ে স্থানীয় সচিবসহ উর্ধতন কয়েকজনের সাথে আলাপ আলোচনা চলছে, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, আমি কথা দিচ্ছি না, তবে এ এলাকার সেতু নির্মাণ করতে যেখানে যখন যা করতে হবে প্রয়োজনে  তা-ই করব।  আজকে যারা পানিবন্দি অবস্থায় আছেন, আমি আপনাদের কষ্ট বুঝি, আপনাদের চুলায় এখন আগুন নেই, আমি আপনাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছি, কয়েকদিন পর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আপনাদের চাল দেওয়ারও ব্যবস্থা করব।    ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবদুল কাইয়ুম শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো, জাহিদ আলম, বরকামতা ইউপি চেয়াম্যান মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম,  কৃষকলীগ নেতা সুজিদ পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশীদ, মো.হাবিবুর রহমান, সয়ন দাস,  ছাত্রলীগ নেতা মো. ইমরান আরেফীন ইমুসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।