কুমিল্লার লালমাই উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে মেয়েদের খেলায় দূতিয়াপুর হাজী বাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ হাজতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৮-৭ গোলের ব্যবধানে দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইব্রাহীম খলীল, প্রাথমিক শিক্ষক সমিতি লালমাইয়ের সভাপতি বিকাশ সিনহা, সাধারণ সম্পাদক মো. মোসলেদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সাংগঠনিক সম্পাদক আদম সফিউল্লাহ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি আহাম্মেদ, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব,শিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান, দক্ষিণ হাজতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার, হাজী বাবরু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফা বেগম, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান,বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুন সর্দার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।