ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজন
Published : Saturday, 25 June, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায় দেশের সূতিকাগার পদ্মা সেতু চালুর অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাংখিত দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ অবকাঠামো এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। বন্যাকবলিত এলাকা ছাড়া সারা দেশের মানুষ উৎসবের প্রস্তুতি নিয়েছে। দেশের সব এলাকা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
কুমিল্লার টাউন হল মাঠ থেকে কুমিল্লাবাসীর জন্য সরাসরি উদ্বেধনী অনুষ্ঠান দেখার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯ টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি থেকে কান্দিরপাড় টাউন হল মাঠ পর্যন্ত জাঁকজমক র‌্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আাহমেদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ প্রশাসনের উর্দ্ধতণ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। র‌্যালিতে অংশ নিবেন কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবেন অতিথিরাসহ কুমিল্লার সাধারণ মানুষ। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ অবকাঠামোর উদ্বোধন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বিকাল ৪টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে অনুষ্ঠেয় জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর দুই প্রান্ত সেজেছে নতুন সাজে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক তথা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ছেয়ে গেছে রঙবেরঙের ব্যানার-ফেস্টুনে। প্রাণের সে উৎসবের ছটা পড়েছে সবখানে। সড়ক-মহাসড়ক, রাস্তাঘাট, হাটবাজার ও অলিগলি ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, বিলবোর্ড আর তোরণে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।