ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক কাউন্সিলর বাবুল কারাগারে
Published : Thursday, 30 June, 2022 at 12:00 AM, Update: 30.06.2022 12:48:51 AM
কুসিক কাউন্সিলর বাবুল কারাগারেস্টাফ রিপোর্টার।। মারধর, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এর বিচারক আব্বাস উদ্দিন কাউন্সিলর বাবুলসহ ওই মামলার ৫ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মো: আজাদ হোসেন লিটন। তিনি জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলসহ ৮জন আসামি হাজিরা দিতে আসলে আদালত ৫জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বাকি ৩জনকে জামিন দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩১ মার্চ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের নির্দেশে স্থানীয় বাবু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে আসামিরা তার বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ৯জনকে অভিযুক্ত করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ মামলা দায়ের করেন বাবু মিয়ার স্ত্রী পলিন আক্তার। এ মামলায় বুধবার ২৯ জুন আদালতে জামিন নিতে আসলে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, মো: আক্তার হোসেন, মো: জসিম উদ্দিন, মো: রফিকুল ইসলাম ও মো: রাব্বি মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও মামলার অপর আসামি মো: হেলাল মিয়া, সেলিম মিয়া, শুভ মিয়া ও আশিকুর রহমানকে জামিন দেয়া হয়।