ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝড়ে ভেঙে গেছে গল স্টেডিয়ামের স্ট্যান্ড
Published : Thursday, 30 June, 2022 at 1:39 PM
ঝড়ে ভেঙে গেছে গল স্টেডিয়ামের স্ট্যান্ডছবির মতো সুন্দর যে কটি স্টেডিয়াম রয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কার গল স্টেডিয়াম অন্যতম। এর পেছনে রয়েছে ভারত মহাসাগর। ফলে ঝড়ের কবলে পড়লে স্টেডিয়ামটির অবস্থা কেমন হতে পারে তার নমুনা দেখিয়েছে ২০০৪ সালের বিধ্বংসী সুনামি। বৃহস্পতিবার আবার সামান্য ঝড়ের মুখে পড়েছে এই স্টেডিয়াম। ভেঙে পড়েছে এর অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ড।

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা ছিল আজ। তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও গড়ানো যায়নি। কিন্তু খেলা শুরুর আগে সেই ঝড়ো বাতাসেই অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ডটি ভেঙে পড়ে।

বাতাসে পুরো মাঠ ঢেকে রাখতেই সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটি সম্ভব হলেও ওপরে টিন দিয়ে বেঁধে রাখা মাঠের পূর্বাঞ্চলীয় অংশটি আর অক্ষত থাকেনি।

আগের দিন এই অংশে দর্শক ছিল, সৌভাগ্য এদিন কোনও দর্শক ছিল না। তখন অস্ট্রেলিয়ান টিম মাত্রই মাঠে প্রবেশ করেছে। এই অবস্থায় দর্শকদের বসতে জায়গা দেওয়ার জন্য বিকল্প ভাবতে হচ্ছে।  

গতকাল শ্রীলঙ্কা ২১২ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৯৮ রানে প্রথম দিন শেষ করেছিল।