ভারতের মণিপুরে ননি জেলায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে আটজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ আরো ৪৫ জন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে।
ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা। সেখানে বৃহৎ রেলপথ নির্মাণ কাজ চলছিল।
ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে জিরিবাম ইম্ফল নতুন রেললাইন প্রকল্পের টুপুল স্টেশন ভবনের ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে জোন।
ননি জেলায় ভূমিধসের স্থানে উদ্ধার কাজ চলছে। প্রতিনিয়ত খোঁজ রাখছেন রাজ্য মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করে তাদের ননি সেনাবাহিনীর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সময়ে ভারত এবং প্রতিবেশী দেশগুলোয় বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়ে বন্যায় শতাধিক মানুষ নিহত হয়েছে। বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোণা, রংপুরেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।