আলজেরিয়ায় ২০ জাতি টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ
Published : Friday, 1 July, 2022 at 12:00 AM
আফ্রিকা
মহাদেশের দেশ আলজেরিয়ায় জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে ২০ জাতির
অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য
বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম
সোহাগ জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং থেকে আলজেরিয়ার
আমন্ত্রণের কথা জানানো হয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘সম্ভবত ২০
জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট ১০-১২ দিন চলবে। গত ২৭ জুন বাফুফের ডেভেলপমেন্ট
কমিটির সভায় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও
সেখানে কিছুটা শর্তও রাখা হয়েছে। যেমন আফ্রিকার ওই দেশটিতে অংশগ্রহণে অনেক
খরচ। সেটা কে বহন করবে?’
বাফুফে সাধারণ সম্পাদক যোগ করেন, ‘আলজেরিয়ার
টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব কিনা, তা নির্ভর করছে যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের ওপর। আমরা এরই মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি এই
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য খরচ দিতে। এখনও ফিডব্যাক পাইনি। আশা করি,
আগামী সপ্তাহে পেয়ে যাব। ক্রীড়া মন্ত্রণালয়ের ফিডব্যাকের ওপর নির্ভর করছে
আমাদের টুর্নামেন্টে অংশ নেওয়া।’