ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের স্পট কালেকশন সম্পন্ন
Published : Friday, 1 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের বকেয়া বিল আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের স্পট কালেকশন কার্যক্রম ২০২১-২২ অর্থবছরের শেষদিন সম্পন্ন হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিজিএম মোঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আয়োজনে বৃহস্পতিবার  দিনব্যাপী পল্লী বিদ্যুতের ২২ টি টিম স্পট কালেকশন কার্যক্রম সম্পন্ন করেন। স্পর্ট গুলো হল-
ব্রাহ্মণপাড়া সদর, সিদলাই, শশীদল, বালিনা, বেজোড়া, দলগ্রাম, গোপালনগর, নাইঘর, নোয়াপাড়া, চান্দলা, দধিখোলা, বড়ধুশিয়া, মহালক্ষীপাড়া, সাহেবাবাদ, কল্পবাস, দুলালপুর, মাধবপুর, লাড়ুচৌ, আশাবাড়ী, তেতাভূমি, টাকই, ছাতিয়ানী, রামচন্দ্রপুর ও বারেশ্বর। অর্থ আদায়ের পরিমাণ ১০ লক্ষ ১৭ হাজার ৬ শত ৫৩ টাকা। স্পট কালেকশনে অংশগ্রহণ করেন- সহকারী জুনিয়র ইন্জিনিয়ার প্রদীপ কুমার দেবনাথ, মোঃ  মামুনুর রশিদ, এইসি মোঃ শফিকুল ইসলাম, ওয়ারিং ইন্সপেক্টর মোঃ মানিক খান, মিটার টেস্টার বিপ্লব চন্দ্র, এলটি মোহাম্মদ মোস্তফা কামাল, আবুবকর সিদ্দিকী, আবুল খায়ের, লাইনম্যান মনিরুজ্জামান, কাউসার পাটোয়ারী, রাকিব, সিফাত, সালেহ আহমেদ, নূরনবী, খোরশেদ, এমসিএম আসাদুজ্জামান, সুমন, নাঈম, ফিরোজ, নিরাপত্তা প্রহরী মনসুরুল হক, সুমন চন্দ্র চৌধুরী, সেকুল মিয়া, অফিস পিয়ন ইমরান হোসেনসহ সকল কর্মচারীবৃন্দ। ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান, ডাইরেক্টর সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, এজিএম আজহারুল ইসলাম আবির দিনব্যাপী এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।