লালমাইয়ে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি
Published : Saturday, 2 July, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
প্রায়
দুই মাস বিরতির পর আবার শুরু হলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)
পণ্য বিক্রি কার্যক্রম। গতকাল ১লা জুলাই শুক্রবার কুমিল্লার লালমাই
উপজেলার বাগমারা বাজারে হুমায়ূন কবির ট্রেডার্সের মাধ্যমে সরকারি সংস্থাটি
ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের বাগমারা দক্ষিণ ইউপির ৪০০ পরিবারের জন্য
সুলভ মূল্যে পণ্য সরবরাহ করেছেন।
তবে এবার আগের মতো ট্রাকে করে পণ্য
বিক্রি করবে না টিসিবি। শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা
নির্ধারিত স্থান থেকে টিসিবির এসব পণ্য বিক্রি হবে। এই দফায় একজন ভোক্তা
সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে
পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও
মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত) , হুমায়ূন কবির
ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোলায়মান মেহেদী, লালমাই প্রেস ক্লাবের
সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন
(ভারপ্রাপ্ত)।