ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত করতে ১০ সুপারিশ
Published : Saturday, 2 July, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গড়ে উঠো অবৈধ পশুর হাট সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে এবং চরম যানজট সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ঈদ যাত্রা দুর্ঘটনা মুক্ত রাখতে ১০ দফা সুপারিশ আমলে নিয়ে সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড।
শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা এসব আশঙ্কা ও সুপারিশ তুলে ধরেন।
সুপারিশ গুলো হলো: যেখানে-সেখানে গাড়ি পার্কিং বন্ধ করা ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, শাস্তি দেওয়া; বাস বে ও ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য সচেতনতা এবং বাধ্য করতে উদ্যোগ নেয়া; ফুটপাত দখলমুক্ত করতে বিভাগ-জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে আইনের কঠর প্রয়োগ করা; ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটার ২০৫ কিলোমিটারের অপ্রশস্ত সড়ককে ঈদের আগে যথাসম্ভব যানজট মুক্ত রাখার পাশাপাশি ঈদের পরপরই রাস্তা প্রশস্থকরণে বিশেষ উদ্যেগ গ্রহণ; দুর্ঘটনা রোধে কোরবানীর পশু বহনকারী ট্রাক-পিকআপগুলোর পাশাপাশি সকল বাহনের গতি নিয়ন্ত্রণে কার্যত পদক্ষেপ গ্রহণ করা; সড়ক-মহাসড়কে ঈদযাত্রার ভোগান্তি কমাতে ওভারটেকিং বন্ধ এবং সকল রকম পরিবহনকে স্বাভাবিক গতিতে বাহন চালাতে বাধ্য করা; সড়ক-মহাসড়কের আশেপাশে কোরবানীর পশু বিক্রি, জবাইসহ সকল প্রক্রিয়া নিষিদ্ধ ঘোষণা করতে হবে; দেশের ২ হাজার ৫২১ টি বেহাল সড়ককে সর্বোচ্চ গুরুত্বের সাথে সংস্কার করতে উদ্যেগ নিতে হবে; স্থানীয় ক্ষমতাসীন রাজনীতিকদের চাঁদাবাজীর সূত্রতায় গড়ে উঠা সড়ক-মহাসড়কের অবৈধ পশুর হাট উচ্ছেদে করা; ঈদকে কেন্দ্র করে পরিবহন থামিয়ে রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিদের চাঁদাবাজী বন্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী প্রমুখ।