ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্কুল অব রোবটিক্সের ক্লাস উদ্বোধন করলেন জেলা প্রশাসক
প্রযুক্তি শিক্ষায় মাইলফলক স্কুল অব রোবটিক্স
Published : Saturday, 2 July, 2022 at 12:00 AM, Update: 02.07.2022 1:58:32 AM
প্রযুক্তি শিক্ষায় মাইলফলক স্কুল অব রোবটিক্সতানভীর দিপু:
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে। অগ্রসরমান বিশে^ বিজ্ঞান ব্যতীত কোন কিছুই সম্পূর্ণভাবে কোন শিক্ষাই কাজে আসবে না। যে কারণে একদম শুরু থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এক জন শিক্ষার্থী অপরকে উৎসাহ যোগাতে হবে। অভিভাবক এবং শিক্ষকদেরও উৎসাহী হতে হবে। শুধুমাত্র পরীক্ষার খাতায় লিখার জন্য শিখলে হবে না। বাস্তবে এই জ্ঞান কাজে লাগাতে হবে।
তিনি গতকাল বিকালে কুমিল্লা স্কুল অব রোবটিক্স এর উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অস্থায়ী ভাবে স্কুল অব রোবটিক্সেও ক্লাশ শুরু করা হয়েছে। এসময় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসব শিক্ষার্থীরাই কুমিল্লার স্কুল অব রোবটিক্সের বর্তমান শিক্ষার্থী। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল নাসের, কলেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, সিনিয়র সহকারী কমিশনার শেখ এহাসান উদ্দিনসহ অন্যান্যরা।প্রযুক্তি শিক্ষায় মাইলফলক স্কুল অব রোবটিক্সএসময় জেলা প্রশাসক আরো বলেন, কুমিল্লা বিভিন্ন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই স্কুল অব রোবটিক্স তৈরী করা হয়েছে। প্রাথমিক কম্পিউটিং থেকে শুরু করে প্রোগ্রামিং, রোবটিক্স এবং ফ্রি-ল্য্যান্সিং শিখানো হবে এই স্কুলে। সাধারণ পড়া লেখার পাশাপাশি এই স্কুলে যে কেউ পড়াশুনা করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- ভবিষ্যতে নেতৃত্ব দানের জন্য সবাইকে বিজ্ঞান ও গবেষণালব্ধজ্ঞানে উদ্বুদ্ধ হতে হবে- তাই আমরা কুমিল্লা থেকেই এই শিক্ষা বিপ্লব শুরু করেছি।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় ১৬৭ টি প্রতিষ্ঠানে  শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরো ১৮৫ টি ল্যাব স্থাপন কার্যক্রম চালু রয়েছে। অপরদিকে শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা প্রস্তুত করার লক্ষ্যে বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক রোবটিক্স ক্লাব গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স ক্লাবের কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। সর্বশেষ এই যাত্রায় মাইলফলক হিসেবে সংযুক্ত হলো স্কুল অব রোবটিক্স।