গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ৫৬ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ১৮৩ জনে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৫৪০ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৬৩ লাখ ৮৫ হাজার ৭৭৮ জনে। শুক্রবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২০৭ জন। এ সময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৮৪ জন এবং মারা গেছেন ১৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১১ জন এবং মারা গেছেন ১৩৪ জন। একই সময়ে জাপানে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ৩৪ জন।
গত একদিনে মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন মৃত ৭৪ জন। একই সময়ে অস্ট্রেলিয়াতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।