বিক্ষোভে বদলে যাচ্ছে শ্রীলঙ্কার টেস্টের ভেন্যু
Published : Sunday, 17 July, 2022 at 12:00 AM
গল
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের
মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোর পি
সারা ওভালে হওয়ার কথা সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে শ্রীলঙ্কায় চলমান
রাজনৈতিক বিক্ষোভের কারণে বদলে যেতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু।
অবশ্য
শ্রীলঙ্কার গণ আন্দোলনের মাঝেও ভালোভাবেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে
পূর্ণাঙ্গ সিরিজ। ক্রিকেট ম্যাচগুলোকে আন্দোলনের বাইরে রেখেই নিজেদের
আন্দোলন চালিয়ে নিয়েছেন বিক্ষোভকারীরা। তবু কলম্বোয় বিক্ষোভের মাত্রা অনেক
বেশি হওয়ায় দ্বিতীয় ম্যাচটি সেখান থেকে সরিয়ে নেওয়া হতে পারে।
প্রথম
ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও গলেই আয়োজনের চিন্তা করা হচ্ছে। গত ৯ জুলাই
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন গলেও চলছিল জোর আন্দোলন।
তবু সেটি কলম্বোর তুলনায় বেশ নগণ্যই বলা যায়। তাই বিকল্প ভেন্যু হিসেবে
গলের কথাই ভাবা হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবশ্য চলমান এই বিক্ষোভ
নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। বরং নিজেদের নিরাপদ রেখে পূর্ব নির্ধারিত
সূচির সব খেলাই চালিয়ে নিতে চায় তারা। আগামী মাসের শুরুতে লঙ্কান প্রিমিয়ার
লিগ ও শেষ দিকে নয় দলের অংশগ্রহণে এশিয়া কাপ আয়োজনেও আত্মবিশ্বাসী
লঙ্কানরা।
এমন নয় যে, বিক্ষোভের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে
রয়েছে কলম্বো। বরং অসিদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ
হয়েছে কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে। তবে তখন বিক্ষোভের মাত্রা কম ছিল।
সম্প্রতি এই বিক্ষোভ বহু গুণে বেড়ে যাওয়ায় ভেন্যু বদলানোর চিন্তা শুরু
হয়েছে।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো