ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারকে হত্যার হুমকি ও জোর পূর্বক সম্পত্তি দখলে চেষ্টার অভিযোগ
Published : Sunday, 17 July, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি এম এ মন্সুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন হত্যার হুমকি, জোর পূর্বক বাড়ির সম্পত্তি দখলের চেষ্টা এবং বাড়ির সীমানা প্রাচীরে তালা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগকারী পূর্নমতি গ্রামের হাবিবুর রহমান খন্দকারের ছেলে কামরুল হাসান খন্দকার জানান, আমাদের পাশাপাশি মামার বাড়ি। আমার ৪ মামার মধ্যে ৩ মামা মৃত্যুবরণ করেন। বাকি এক মামা স্ব- পরিবারে কুমিল্লায় বসবাস করেন। মামাদের পরিবারের লোকজন না থাকায় এবং বাড়ির বিল্ডিংয়ের কাজ চলমান থাকায় বর্তমানে আমি তা দেখাশোনা করি। আমার মামাদের অনুপস্থিতিতে একই বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মোরশেদুল ইসলাম মোরশেদ ও তার ভাই খোরশেদ আলম দীর্ঘ দিন যাবত মামাদের সম্পত্তি জোর পূর্বক দখল করিয়া আসিতেছে। আমি বাধা প্রদান করলে আমার প্রতি হুমকি ধমকি এবং ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৮ জুলাই সকালে আমি ও আমার অসুস্থ মামা মোসলেউদ্দিন বাড়ির সীমানা প্রাচীর খোলে দেখি ভিতর দিয়ে আরেকটি তালা লাগানো। তখন আশেপাশে লোকজনদের জিগ্যাসা করলে তারা জানান, মোরশেদ ও তার ভাই খোরশেদ =সহ আরো কয়েকজন মিলে সীমানা প্রাচীর ডিঙিয়ে ভিতর থেকে তালা লাগিয়ে দেয়। পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে গেলে মোরশেদ গংরা আমাকে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আহত করে। পরে আমি একই দিন বুড়িচং থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করি। এ ঘটনায় বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ব্যাপারে অভিযুক্ত মোরশেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বার বার চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন।