শিক্ষাই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে---এড. আবুল হাসেম খান এমপি
Published : Sunday, 17 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে এগিয়ে যেতে পারে না। শিক্ষিত জাতিই উন্নত দেশ গড়ে তুলতে পারে। সেজন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পা রাখবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছে। শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই বড়বাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্পর্কিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বিনামূল্য বই বিতরণ করছেন। বিগত বছরে যা কোন সরকার করে নাই। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আগামী দশ বছরে দেশ উন্নত হয়ে যাবে। বিদ্যালয়ের সভাপতি সরকার ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন, দুনিয়া ও আখিরাত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভিপি সরকার জহিরুল হক মিঠুন, প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, প্রবীন আওয়ামীলীগ নেতা আবুল বাশার কাঞ্চন, আলী নোয়াব সর্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, সাধারন সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, যুবলীগের সহ-সভাপতি গুলজার আহাম্মেদ মাষ্টার, সিদলাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল বাসেদ, যুবলীগ নেতা আবুল কালাম এরশাদ, রিপন আহমেদ, প্রধান শিক্ষক মনিরুল হক মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিদলাই গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলে অনুষ্ঠিত হয়।