ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
Published : Sunday, 17 July, 2022 at 12:00 AM
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন- ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) ও অটোরিকশাচালক চাঁন মিয়া (৫০)। বিল্লালের বাড়ি কসবা উপজেলার খাড়েরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। চাঁন মিয়ার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রাম থেকে ব্যবসায়ী বিল্লাল হোসেন তার স্বজনদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদার পাড়া আসছিলেন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক চাঁন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন- বিল্লালের ভাতিজা শাকিল মিয়া, তার স্ত্রী মিতু আক্তার, মা-শিরিন আক্তার ও পুলিশ সদস্য হাসিবুল হোসেন।
আহতদের মধ্যে চার জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শিরিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ এমরান হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।