Published : Tuesday, 19 July, 2022 at 12:00 AM, Update: 19.07.2022 2:01:44 AM
নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে অস্থির দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অথচ আগামী দুই দিনেও ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে তাপপ্রবাহ আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘রাজধানীর কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তাপ প্রবাহ অপেক্ষাকৃত কিছুটা কমেছে, আহামরি পরিবর্তন হয়নি। কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। তবে স্বাভাবিক হতে আরও দুয়েক দিন লাগতে পারে।’
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জুলাই মাসের গোড়াতেই বলেছিল, এ মাসে বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে। এ ছাড়া দেশের কিছু স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বৃষ্টিহীন ছিল কয়েক দিন। তীব্র গরমে পুড়ছে দেশের বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদপ্তর গতকাল রবিবার বলেছে, এমন তাপমাত্রা আরও অন্তত দুই দিন থাকবে। দুই দিন পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। তখন তাপমাত্রা কমে আসবে। এটা ছিল সারা দেশের পূর্বাভাস। তবে এর আগেই আজ বৃষ্টির দেখা মিলল রাজধানীতে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, তিন মিলিমিটার বা এর কম বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটাকে প্রধানত শুষ্কই বলা হয়।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, গরমে ঘেমে গেলেও ঘাম শুকাচ্ছে না। এতে ভ্যাপসা একটা ভাব তৈরি হচ্ছে। এ কারণে যতটুকু তাপমাত্রা বেড়েছে, তাপ তারও চেয়ে বেশি অনুভূত হচ্ছে। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দুয়েক পশলা বৃষ্টি হচ্ছে। তবে যে ভ্যাপসা গরম পড়েছে তাতে এই হালকা বৃষ্টিতে কাজ হবে না। দরকার টানা ভারী বৃষ্টি। তবে আগামী দুই দিনেও দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী ধরনের বর্ষণও হতে পারে।