ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিনসিনাটি ওপেন খেলবেন সেরিনা
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
আগস্টে সিনসিনাটির ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন সেরিনা উইলিয়ামস। ইউএস ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি এ টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সেরিনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
এক বছরের অনুপস্থিতির পর গত মাসে কোর্টে ফেরেন সেরিনা। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে তাকে হতাশাজনক বিদায় নিতে হয়। সেপ্টেম্বরে ৪১ বছরে পা রাখতে যাওয়া এ তারকা এখনই অবসরের বিষয়ে কিছু ভাবছেন না।
৬ থেকে ১৪ আগস্ট টরন্টোতে হতে যাওয়া ন্যাশনাল ব্যাংক ওপেনেও খেলবেন ২৩ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী সেরিনা। ইউএস ওপেনের মূল ড্রতে অংশ নিতে র?্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তিনি এই টুর্নামেন্টগুলোতে অংশ নিচ্ছেন।
এ বছর পুরুষ ও নারী বিভাগের সব টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোর্টে নামছেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে ক্যারিয়ারে দুইবার সিনসিনাটি ওপেন জয় করেন তিনি।
১৩-২১ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী বিভাগে বিশ্বের এক নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ ও ইগা স্ফিয়নটেক অংশ নিচ্ছেন। নারী বিভাগের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ম্যাডিসন কিস, গারবিনিয়ে মুহুরুসা ও ক্যারোলিনা প্লিসকোভাও অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
সিনসিনাটিতে আরও অংশ নিচ্ছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদালসহ সাবেক চ্যাম্পিয়ন আলেক্সান্দার এসভেরেভ, গ্রিগর দিমিত্রভ ও মারিন চিলিচ।