ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে বরুড়ায় ১২৭ শতক জমি দান
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘর করে দেয়ার জন্য বরুড়া উপজেলা প্রশাসনকে ১২৭ শতক ভূমি জমি রেজিষ্ট্রেশন করে দান করেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও তার ভাই স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী।
মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আশ্রয়াণ প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয়ার জন্য তাঁরা এ জমি দান করেন। উপজেলার  আড্ডা মৌজায় ১২৭ শতক ও ছোটতুলাগাও মৌজায় বাজারে ত্বহা ভিটির জন্য ৬ শতক জমি রেজিষ্ট্রেশন করে দেন।
২১ জুন তৃতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২৬ হাজার ৩ শ ৯০ টি ঘর উদ্বোধন করবেন।  বরুড়া উপজেলা ৭৭ টি ঘর রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ।
ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান ও তার ভাই তোফাজ্জল আলী ১২৭ শতক জমি উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা জানা যায়।
পর্যায়ক্রমে এ জমির উপর আশ্রয়াণ প্রকল্পের ঘর করা হবে বলে ধারণা করা হচ্ছে। ৮ জুলাই সোমবার ঢাকায় কমিশনের মাধ্যমে এ দলিল সম্পাদন করা হয়।