Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM, Update: 21.07.2022 1:48:21 AM
সৌরভ মাহমুদ হারুন ||
ঢাকা
-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা
ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে বুধবার রাত ৮টায় ময়নামতি ক্যান্টনমেন্ট গামী
একটি মাটি বাহি ট্রাক অপর একটি মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে দুই আরোহী
সহ ট্রাকের নীচে চাপা পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে এর
মধ্যে মোটর সাইকেল চালক শাকিল ঘটনা স্থলে মারা যায়। আহত পুষুন নামের এক জন
কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
পুলিশ
ও স্থানীয় সূত্র জানায় বুধবার রাত ৮ টায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের
কুমিল্লার মোকাম ইউনিয়ন এর কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ এর সামনে ঢাকা
থেকে ছেড়ে আসা একটি মোটর সাইকেল ক্যান্টনমেন্ট গামী একটি মাটি বাহি ট্রাক
চাপা দিলে দুই আরোহী সহ ট্রাকের নীচে চাপা পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন
এগিয়ে এসে মাটি বাহি ট্রাকের নীচে চাপা পড়া লোকদের উদ্ধার করে। মোটর সাইকেল
চালক শাকিল (৩৫) একজন ঘটনা স্থলে মারা যায় এবং নিহতের মোটর সাইকেল আরোহী
অপর জন পুষুন (৩০) গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নিহত শাকিল হলো নারায়ণ গঞ্জ জেলার
ফতুল্লা উপজেলার গোদ লাইন গ্রামের কলিম উল্লাহর ছেলে। আহত পুষুন একই
এলাকার।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই মোঃ সুলতান আহমদ বলেন খবর
ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ, দুর্ঘটনা কবলিত মাটি বাহি ট্রাক এবং মোটর
সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আনায় হয়েছে। এঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।
থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।